থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘রাজা’। তির্যক নাট্যদলের প্রযোজনায় নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় ‘রাজা’ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল ২০১১ সালের ১৫ জুন। গতকাল নবরূপে নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
রূপের সাধনা ও অরূপের আরাধনা নিয়ে গড়ে উঠেছে রাজা নাটকের ভাববস্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনা ছিল প্রেমের আলোতে ভাবমুক্তি। রবীন্দ্র ভাবাদর্শের রূপ-অরূপ, সীমা-অসীম তত্ত্বও এখানে আভাসিত। অন্ধকার ঘরের অদৃশ্য রাজা অসীম অনন্তের প্রতীক। তিনিই এ নাটকের নিয়ন্তা, কেন্দ্রমণি। তাকে ঘিরেই প্রধান চরিত্র তিনটির আবর্তন।
সুদর্শনা, সুরঙ্গমা, ঠাকুর দা এমনকি কাঞ্চীরাজও রাজার বৃত্তেই ঘুরে চলেছে। এরা যেন বৈষ্ণব পদাবলীর সেই ভক্ত-স্বরূপ। কেউ দাস্যভাবে, কেউ সখ্যভাবে, কেউ শত্রুভাবে আবার কেউ বা মধুরভাবে তার সাধনা করে। সুরঙ্গমার মধ্যে দাস্যভাবের বিনম্য দীনতা, ঠাকুরদার মধ্যে সখ্যভাবের মিতালি, কাঞ্চীরাজের মধ্যে শত্রুভাবের বিরোধ ও সুদর্শনার মধ্যে মধুর রসের প্রেমানুভব-সবই রাজার উদ্দেশে নিবেদিত।