টিআইসিতে দিলীপ কুমার ও মান্না দের স্মরণ সন্ধ্যা আজ

| শনিবার , ২৩ অক্টোবর, ২০২১ at ৯:০৫ পূর্বাহ্ণ

গত ৭ জুলাই উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মহাপ্রয়াণ হয়েছে। ২৪ অক্টোবর সঙ্গীত জগতের আরেক কিংবদন্তী সুরসাধক মান্না দের ৮ম মৃত্যুবার্ষিকী। কালজয়ী মহান গায়ক মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, মুকেশ ও অন্যান্য শিল্পীদের গাওয়া অনেক গান দিলীপ কুমার অভিনীত চলচিত্রে শোনা গেছে। সোসাইটি ফর সাউথ এশিয়ান কালচারাল হেরিটেজের আয়োজনে তাঁদের গান নিয়ে এক স্মৃতিময় গানের জলসা বসবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনন্টটিউট চট্টগ্রাম মিলনায়তনে। গানগুলো পরিবেশন করবেন শিল্পী শাহরিয়ার খালেদ। দ্বৈত গানে অংশগ্রহন করবেন শিল্পী ডা. শর্মিলা বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা পরিচালক জামাল উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন অস্ট্রেলিয়া থেকে গীতিকার ও শিল্পী ড. আবদুল্লাহ আল মামুন ও লন্ডন থেকে নাগরিক অধিকার আন্দোলনের নেতা ব্যারিস্টার মনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বের ১৩০ শিল্পীর গান