টোকিও অলিম্পিকে টানা দ্বিতীয় দিন পদক তালিকার শীর্ষে জাপান। মোট ১০টি স্বর্ণ পদক জিতেছে জাপান। ৯টি করে স্বর্ণ পদক জিতেছে যুক্তরাষ্ট্র এবং চীন। গতকাল নতুন করে সাতটি দেশ নিজেদের নামের পাশে স্বর্ণ পদক লিখতে পেরেছে। এতে এখন পর্যন্ত সোনা জেতা দেশের সংখ্যা হলো ৩০টি। পদক তালিকাতেও দেশের সংখ্যা বেড়েছে। সোমবার পর্যন্ত ৫১টি দেশ পদক জিতেছে। গতকাল নতুন করে আরও পাঁচটি দেশ পদকের স্বাদ পেয়েছে। ৩০টি দল অন্তত একটি সোনা জিতেছে। ১৬টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।
সোমবার কোনো সোনা না জেতা চীন গতকাল জিতেছে ৩টি সোনা। আগের পদকের সঙ্গে দুটি সোনা যোগ করেছে শীর্ষে থাকা জাপান। দুটি সোনা যোগ করেছে যুক্তরাষ্ট্রও। সফট বল ও জিমন্যাস্টিকসে দুটি সোনা ফসকে না গেলে গতকাল হয়তো শীর্ষে উঠে যেত তারা। চীনের মতোই তিনটি সোনা জিতেছে রাশিয়া। ওদিকে ব্রিটেন জিতেছে একটি সোনা। দক্ষিণ কোরিয়া কোনো সোনাই জিততে পারেননি।