টানা দ্বিতীয় জয় তুলে নিল বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১ মার্চ, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে প্রিমিয়ার লিগে দারুণ সূচনা করেছিল গত আসরের রানার আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। দ্বিতীয় ম্যাচে আরো ধারালো অফিস দলটি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা ৪৫ রানে হারিয়েছে ফ্রেন্ডস ক্লাবকে। এটি ফ্রেন্ডস ক্লাবের টানা দ্বিতীয় পরাজয়। নিজেদের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরেছিল ফ্রেন্ডস ক্লাব। গতকাল টসে জিতে ব্যাট করতে নেমেছিল বন্দর কর্তৃপক্ষ। শুরুটা খুব বেশি ভাল না হলেও দলের মিডল অর্ডার এবং শেষের দিকের ব্যাটাররা দলকে বড় সংগ্রহ এনে দেন। দলের ১১ ব্যাটারের মধ্যে ৯ জনই ছুয়েছে দুই অংকের কোটা। মুলত সবার সম্মিলিত অংশগ্রহণে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত ছিলেন রিফাত। তিনি মাত্র ২১ বলে এই ঝড়ো ইনিংস খেলেন। যেখানে তিনি ৪টি চার এবং ২টি ছক্কা মেরেছেন। এছাড়া ফখরুদ্দিন ১৩, জসিম উদ্দিন ১২, মেহেদী হাসান ২৯, তানভীর ৩১, ইকবাল ৩৫, সজিব ৩১, তন্ময় ১০ এবং নিশাদ করেন ১৫ রান। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন হাসান মুরাদ মুন্না। ২টি উইকেট নিয়েছেন রবিউল আলম রুবেল।

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় ফ্রেন্ডস ক্লাব। তবে দ্বিতীয় উইকেটে আকিব আলি এবং রবিন মিলে যোগ করেন ৬৯ রান। ৩৩ রান করা আকিব আলি ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর ফেন্ডস ক্লাবের ব্যাটাররা বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি। বিশেষ করে বন্দর ক্রীড়া সংস্থার তন্ময় পাটোয়ারীর বোলিং তোপের মুখে পড়ে ফ্রেন্ডস ক্লাবের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেনি। ফলে শুরুতে ভাল অবস্থায় থেকেও শেষ পর্যন্ত ১৯৯ রানে থামে। আর তাতে ৪৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্টেডিয়াম পাড়ার দল ফ্রেন্ডস ক্লাবকে। দলের পক্ষে অন্যান্যের মধ্যে সৌরভ ১২, রবিন ৩৫, উদয় ৬৩ বলে ৫৭, সাঈদ সরকার ২১ এবং ইমতিয়াজ করেন ১২ রান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থার পক্ষে ৫৫ রানে ৪টি উইকেট নেন তন্ময় পাটোয়ারী। ৪৪ রানে ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। এছাড়া একটি করে উইকেট নিয়েছে সজিব, জয় এবং রিফাত। আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। যাতে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং সিটি কর্পোরেশন একাদশ। খেলাটি শুরু হবে সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়ামে।

পূর্ববর্তী নিবন্ধফুরফুরা দরবারের ওরশ আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে জয় বাংলা কনসার্ট উপলক্ষে ১৪ নির্দেশনা