টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের অনন্য নজির গড়লেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

৪৮ ঘণ্টা আগেও আন্তর্জাতিক ক্যারিয়ারে হ্যাটট্রিকের সঙ্গে পরিচয় ছিল না প্যাট কামিন্সের। তিনিই পরপর দুই ম্যাচে টানা তিন বলে নিলেন তিন উইকেট। গড়লেন অনন্য কীর্তি। টিটোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, এই সংস্করণেই টানা হ্যাটট্রিকের প্রথম ঘটনা এটি। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন কামিন্স। ১৮তম ওভারের শেষ বলে রাশিদ খান ও পরে শেষ ওভারের প্রথম দুই বলে কারিম জানাত ও গুলবাদিন নাইবের উইকেট নেন অস্ট্রেলিয়ান পেসার। একই ওভারের তৃতীয় বলে নানগেলিয়া খারোটের ক্যাচ ছেড়ে দেন ডেভিড ওয়ার্নার। নয়তো টানা ৪ বলে ৪ উইকেট পেতে পারতেন কামিন্স। সেটি না হলেও এতটুকু ম্লান হয়নি ৩১ বছর বয়সী পেসারের কীর্তি। বাংলাদেশের বিপক্ষে ঠিক আগের ম্যাচে ১৮ ও ২০তম ওভার মিলিয়ে পরপর তিন বলে তিন উইকেট নিয়েছিলেন কামিন্স। সেদিন তার শিকার ছিলেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান ও তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়ার প্রথম ও সব মিলিয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করা চতুর্থ বোলার কামিন্স। আগের তিন জন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি ও মাল্টার ওয়াসিম আব্বাস। টিটোয়েন্টি বিশ্বকাপে অষ্টম হ্যাটট্রিক এটি। সবশেষ দুটিই কামিন্সের। এই ৮ হ্যাটট্রিকের ৪টিই অস্ট্রেলিয়ার বোলারদের। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর কামিন্স বলেছিলেন, তিনি আসলে বুঝতেই পারেনি হ্যাটট্রিকের কথা। তবেন এই ম্যাচের ইনিংস বিরতিতে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি বলেছেন, এবার ঠিকই মনে রেখেছেন। তিনি বলেন আজকে আমার মনে ছিল হ্যাটট্রিকের কথা। অস্ট্রেলিয়ার হয়ে একশর বেশি ম্যাচ খেলেছি। একটিও হ্যাটট্রিক ছিল না। এখন পরপর দুই ম্যাচে দুটি। অন্যরকম অনুভূতি। কামিন্সের হ্যাটট্রিকের আগে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজন মিলে গড়েন চলতি বিশ্বকাপে তৃতীয় শতরানের জুটি। টুর্নামেন্টের এক আসরে এটিই রেকর্ড।

পূর্ববর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগে কোয়ালিটি ব্লুজের বড় জয়
পরবর্তী নিবন্ধসময় হলেই অবসরের কথা জানাবেন সাকিব