প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা চতুর্থ জয় তুলে নিল ব্রাদার্স ইউনিয়ন। শিরোপা প্রত্যাশি দলটির সামনে বাধা হয়ে দাড়াতে পারেনি রাইজিং স্টার ক্লাব। বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হকের দুর্দান্ত ব্যাটিং এর পর দুই পেসার আরমান এবং ইকবালের বোলিং তোপের মুখে পড়ে একরকম উড়ে গেল রাইজিং স্টার ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১০২ রানের বিশাল ব্যবধানে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে। এই জয়ের ফলে চার ম্যাচে চারটিতেই জিতে ৮ পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পয়েণ্টও সমান ৮। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার এক নম্বরে ব্রাদার্স ইউনিয়ন। অপরদিকে আগের টানা তিন ম্যাচে জেতা রাইজিং স্টার ক্লাব গতকাল লিগে প্রথম হারের স্বাদ নিল।
সকালে টসে হেরে ব্যাট করতে নামে ব্রাদার্স ইউনিয়ন। দুই ওপেনার মঈন এবং ইলিয়াছ সানি বেশ ধীর গতিতে শুরু করে। দুজন মিলে উদ্বোধনী জুটিতে ৬০ রান তুললেও খেলেছে ১৭.৫ ওভার। ২৪ রান করা ইলিয়াছ সানিকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন মেহেদী হাসান। এরপর নাবিলকে নিয়ে আরো ৩৪ রান যোগ করেন মঈন। নিজের হাফ সেঞ্চুরি পুরন করে ফিরেন মঈন। ১০১ বলে ৫০ রান করেন এই ওপেনার। নাবিল ফিরেন ১৩ রান করে। এরপর জুটি বাধেন মোমিনুল এবং মার্শাল আইয়ুব। দুজন মিলে যোগ করেন ১০০ রান। ৫১ বলে ৫৮ রান করে ফিরেন মার্শাল আইয়ুব। তবে দলকে টেনে নিয়ে গেছেন মোমিনুল। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে ফেরার আগে ৬৭ বলে ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আসেন মোমিনুল। মেরেছেন ৫টি চার এবং ৪টি ছক্কা। আর তাতেই ব্রাদার্স ইউনিয়নের সংগ্রহ গিয়ে দাড়ায় ২৬০ রানে। অবশ্য রাইজিং স্টার ক্লাবের ফিল্ডাররা একাধিক ক্যাচ ছেড়েছেন। না হয় আরো কম রানে বেধে ফেলতে পারতো তারা ব্রাদার্সকে। রাইজিং স্টার ক্লাবের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন রহিম, আকিবুল, মুনতাসির, হৃদয় এবং মেহেদী।
২৬১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও রাইজিং স্টার ক্লাবের ব্যাটাররা পরে আর সে ধারা বজায় রাখতে পারেনি। দুই ওপেনার ২৭ রান যোগ করেন। এজুটি ভাঙ্গার পর কেবল আলভী একপ্রান্ত ধরে রেখে লড়াই করেছেন। অপরপ্রান্তে বাকিরা কেবলই আসা যাওয়া করেছেন। বিশেষ করে ব্রাদার্স ইউনিয়নের দুই পেসার ইকবাল এবং আরমানের বোলিং তোপের মুখে পড়ে একের পর এক সাঝ ঘরে ফিরতে থাকে রাইজিং স্টার ক্লাবের ব্যাটাররা। ৯১ বলে ৫৪ রান করা আলভী দলকে আরো বড় লজ্জার হাত থেকে রক্ষা করেছেন। বাকিদের কেউই তেমন ভাল করতে পারেনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত থাকেন শাকিল। অন্যান্যের মধ্যে শহীদুল ১১, মুনতাসির ১৯, রাজিব ১৬ এব সাদ্দাম করেন ১৩ রান। ফলে ১৫৮ রানে অল আউট হয় রাইজিং স্টার ক্লাব। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন এবং আরমান হোসেন যথাক্রমে ৪৫ এবং ৩৬ রান খরচায়। একটি করে উইকেট নিয়েছেন লিমন, মোমিনুল এবং ইলিয়াছ সানি।
আজকের খেলা : রাইজিং স্টার জুনিয়র বনাম ইস্পাহানী এসসি।