চন্দনাইশে টাকা নিয়ে বিরোধের জের ধরে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছে বড় ভাই। নিহতের নাম মোহাম্মদ মুছা (৫৫)। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর ঘাতক ছোট ভাই আবদুল বায়েজ (৪৬) মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পুলিশ ঘাতককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলা ছগিরপাড়া গ্রামের মৃত আবদুল ওয়ারেছের ছেলে সিএনজিচালক মোহাম্মদ মুছা ও তার ছোট ভাই আবদুল বায়েজের মধ্যে টাকা লেনদেন নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই আবদুল বায়েজ কোমর থেকে চুরি বের করে প্রকাশ্যে বড় ভাই মোহাম্মদ মুছাকে কয়েকটি চুরিকাঘাত করে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুছাকে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, টাকা লেনদেন নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বায়েজের ছুরিকাঘাতে বড় ভাই মো. মুছা নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত মুছার ছেলে বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘাতক বায়েজকে প্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।