বাংলাদেশ ক্রিকেট দলের অন্তপ্রাণ সমর্থক টাইগার মিলন খ্যাত ফাহিমুল হক মিলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কঠিন সময় পার করছে। এ অবস্থায় তার পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ” এর সদস্যরা। ফাহিমুল হক মিলনের বাসায় সামাজিক সাংগঠন ুশুদ্ধ বৃত্ত” এর প্রতিষ্ঠাতা ফৌজুল আহাদ চৌধুরী ও উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী সাজেদুল করিম খান স্বপন এর উপস্থিতিতে মিলনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ফাহিমুল হক মিলন বাংলাদেশ ক্রিকেট টিমের খেলার সময় গ্যালারির প্রাণ ভোমরা হিসেবে বাংলার টাইগারের রূপ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে। দেশে কিংবা বিদেশে যেখানেই বাংলাদেশ দলের খেলা হোক বাংলাদেশের পতাকা এবং টাইগার বুকে এঁকে জাতীয় দলের খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেন তিনি। তার এই কঠিন সময়ে মিলনের পাশে দাড়ানো সবার উচিত বলে মনে করেন শুদ্ধ বৃত্ত এর কর্মকর্তারা।












