টাইগারপাসে গ্যারেজ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মালিক আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এক গ্যারেজ থেকে ১১ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে টাইগারপাস বটতলা এলাকার সুমনের গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজের মালিককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুপুরে ওই গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবরে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পরে গ্যারেজের ভেতর থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্যারেজ মালিক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইন্টারসেকশনের এক অংশে শতভাগ কাজ শেষ
পরবর্তী নিবন্ধচিকিৎসায় ‘রেফারেল’ প্রথা কমাবে রোগীর ভোগান্তি