জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহকে টাইগারদের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। গতকাল মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেন। জালাল ইউনুস জানিয়েছেন, আফগানিস্তান সিরিজে দায়িত্ব পালন করলেও দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যাবেন না রাজিন।