অ্যান্টিগা টেস্টে দ্বিতীয় দিনের শুরুতেই সফলতা পায় বাংলাদেশ। জোড়া আঘাত হেনেছিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ২৬১ রানে সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
তবে সেখান থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলে স্বাগতিকরা। রাত ১:৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে ক্যারিবীয়রা ৯ উইকেটে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা দেয়। গ্রিভস ১১৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। প্রথম ওভারের পঞ্চম বলে তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন জসুয়া ডি সিলভাকে (১৪)। নিজের পরের ওভারে এসে আরও একটি উইকেট তুলে নেন হাসান। এই উইকেটে অবশ্য বড় অবদান গালিতে ফিল্ডিং করা জাকির হাসানের। বাজপাখির মতো শূন্যে ভেসে দুর্দান্ত এক ক্যাচ নেন জাকির। আলজেরি জোসেফ ফেরেন ৪ রানেই। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ দলের খাতায় ১১ রান যোগ হতেই ২টি উইকেট হারিয়ে বসে। তবে এরপর ঠিকই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।