টাইগারদের জন্য দেশি কোচের পক্ষে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১২:০৯ অপরাহ্ণ

বাংলাদেশ দল এখন বলতে গেলে ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হয়েছে। তবে এই পরাশক্তি হয়ে উঠার পেছনে সব সময় দলকে পরিচালিত করেছে বিদেীশ কোচরাই। সব সময় হাই প্রোফাইল বিদেশী কোচ দিয়ে দল পরিচালনা করেছে বিসিবি। দেশি কোচদের তেমন গুরুত্ব দেওয়া হয়না। আর তাই কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
মাশরাফি তার ফেইসবুক পেইজে লিখেছেন, কোচ নিয়োগের সময় যে ইন্টারভিউ নেওয়া হয় সেখানে আসলে কি প্রশ্ন করা হয়। কিংবা আদৌ কি কোনো প্রশ্ন করা হয় কিনা। নাকি শুধু তার পরিকল্পনার কথা জানতে চাওয়া হয়। তিনি বলেন আমার মনে হয় পরিকল্পনায় নতুন কিছু পেলেই তার উপর ভিত্তি করে কোচ নিয়োগ দেওয়া হয়। এভাবে হাই প্রোফাইল কোচ নিয়োগ দেওয়া হলেও পরে তা কোন কাজে আসেনা।
মাশরাফি বলেন কোচ নিয়োগের সময় যে সব কোচ বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্টাডি করে কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে চিন্তা করে তেমন কোন নিয়োগ দেওয়া উচিত। আমাদের সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তেমন কোচ নিয়োগ দেওয়া উচিত। তিনি বলেন বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে কোচদের ধারণা থাকে না বলেই ক্রিকেটারদের বারবার অপমানের শিকার হতে হয়। কোন খেলোয়াড় পারফর্ম করতে না পারলে বাদ পড়বে সেটা স্বাভাবিক। আবার তাকে কীভাবে ফর্মে আনা যায় সহযোগিতা করতে হবে। কোচ-ক্রিকেটারের বিরোধটা প্রকাশ পাওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তেমনটি ঘটে আমাদের দেশে।
মাশরাফি বলেন বিদেশি কোচদের বেশি গুরুত্ব দিতে গিয়ে দেশি কোচদের অবহেলার দৃষ্টিতে দেখা হয়। এক পর্যায়ে বিদেশি কোচরা নিজেদের দেশে বা আরও ভালো কোনো অফার পেয়ে চলে যায়। কারণ এত দিনে সে নিজের প্রোফাইল ভারি করেছে। বেতন তো নিয়েছে মাসে ১২/১৫ লাখ টাকা। অথচ আমাদের কোচরা না খেয়ে মরে। বিদেশীরা চলে গেলে আবার আপদকালীন দায়িত্ব নিতে হয় দেশীদের। আবার বিদেশী কোচ আসে আর দেশিরা চলে যায় আড়ালে। এভাবেই চলতে থাকে। এই সবের অবসান চান মাশরাফি। তিনি বলেন আমার মনে হয়, হাই প্রোফাইল কোচ নয় আমাদের প্রয়োজন আমাদের কোচ, বাংলাদেশের কোচ।

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট ব্যবহার করবে রাশিয়ার মহাকাশ স্টেশন
পরবর্তী নিবন্ধঢাকা দ্বিতীয় বিভাগে জায়গা করে নিয়ে চমক কল্লোল সংঘের