টপসয়েল কাটার দায়ে ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কেটে পাচার করার অপরাধে ১ ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার পৌরসভা ও কাঞ্চনাবাদ ইউনিয়নে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। জানা যায়, কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ ও পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণ হারলা গ্রামে ফসলি জমির উপরিভাগের অংশ টপসয়েল কেটে পাচার করার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে ওই দুই স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পৌরসভার দক্ষিণ হারলায় মাটি কাটা অবস্থায় একটি স্কেভেটর জব্দ করা হয় এবং মাটি কাটায় জড়িত পৌরসভার ৬নং ওয়ার্ড হারলার নুরুল ইসলামের ছেলে মো.তুহিন (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদে পরিচালিত অভিযানেও ১টি স্কেভেটর জব্দ করা হয়। তবে এসময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে জব্দকৃত স্কেভেটরটি কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মেম্বার খুরশিদা বেগমের জিম্মায় দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, ফসলি জমির টপসয়েল কেটে পাচারের সংবাদ পেয়ে পৃথক ২টি অভিযান পরিচালিত হয়। এসময় ২টি স্কেভেটর জব্দ করা হয় এবং মাটি কাটার সাথে জড়িত ১ ব্যক্তিকে দেড় লাখ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত মো. তুহিন অপরাধ স্বীকার করায় তার স্কেভেটরটি অভিযান স্থল থেকে দ্রুত সরিয়ে নিতে আদেশ প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিশু কিশোরদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে
পরবর্তী নিবন্ধদেশে ইসলাম চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে