আমাদের জীবনে এমন কতগুলো টক্সিক মানুষ থাকে তাদের আপনি এমনিতে চিন্তে পারবেন না। কিন্তু দেখেন ভিতরে ভিতরে আপনার কাল হয়ে দাঁড়াবে। আপনার অনুভূতি নিয়ে খেলবে। আপনার বিশ্বাসটুকুও তারা একদিন ভেঙে দেবে। তারা আপনার দুঃখের সময় একটুও ভেঙে পড়বে না। টক্সিক মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করতেও ভুলবে না। অথচ দেখেন আপনার সাথে ঠিকঠাক থাকবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে শেষ করে দিচ্ছে। চারপাশটা ভারি মনটা ক্লান্ত একদিন না একদিন বুঝবেন এই ভারটা মানুষের তৈরি। টক্সিক মানুষ আপনার সবকিছুতে খুঁত ধরতে প্রস্তুত থাকে। এমনকি আপনি ভালো কাজ করেন তাতেও তারা খুঁত ধরবে। এমন মানুষের থেকে দূরে থাকা এতো সহজও না। কিন্তু এই মানুষগুলো থেকে সরে আসা আপনার জন্য মঙ্গল। একটা কথা মনে রাখবেন, যারা আপনাকে ভালোবাসবে তারা কোনদিন আপনার ক্ষতি চাইবে না বরং মঙ্গল কামনা করবে।