মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে টইটং আলহেরা মডেল একাডেমিতে মুহাম্মদ (সা.) এর সিরাত আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার সভাপতি মাওলানা জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দীনের সভাপতিত্বে গত রোববার (৯ অক্টোবর) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক, টইটং গ্রাজুয়েট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান শিক্ষক এম. তারেকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রশিদ, ফাইন্যান্স সেক্রেটারি মাওলানা নাছিরুল ইসলাম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবদুল মান্নান, মাওলানা রিয়াদ উদ্দিন ও মাওলানা কুতুব উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সের মানুষের জন্য আদর্শ। জীবনের সব ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণীয়। বিশেষ করে শিশু শিক্ষাদানে শিক্ষক-অভিভাবক সবাইকে তাঁর নীতি অনুসরণ করতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।