পেকুয়ার টইটং বটতলী এলাকায় গণপিটুনিতে মিন্টু মিয়া (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিন্টু বাঁশখালীর পূর্ব পুঁইছড়ি এলাকার আহমদ মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে বালু উত্তোলন নিয়ে সৃষ্টি বিরোধ থেকে দুই পক্ষের সংঘর্ষের জেরে দুপুর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এসময় স্থানীয় জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও তার ভাই মো. হাবিব উল্লাহ গুরুতর আহত হন। পরে পেকুয়া থানা পুলিশ মিন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি (তদন্ত) কানন সরকার।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পুঁইছড়ি ইউনিয়নের শফিউল কাদের খোকন ও টইটং ইউনিয়নের বটতলীর নুরুল কবির মেম্বারের বিরোধীয় জায়গায় বালু উত্তোলন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এতে দু’পক্ষের তর্কাতর্কি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষ মো. জয়নালের স্ত্রী ফরিজা খাতুন ও তার ভাই মো. হাবিব উল্লাহকে এলোপাতাড়ি কোপায় মিন্টু গং। এ খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মিন্টু ও তার সহযোগীদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে মিন্টুর ডান হাত বিছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবীর বলেন, মিন্টু মিয়ার নিহত হওয়ার ঘটনাস্থল পেকুয়া থানায় হওয়ায় মামলা ও সুরতহাল সেখানে হবে। তবে মিন্টু মিয়ার বিরুদ্ধে বাঁশখালী থানায় খুন, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও বন মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।