ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড পতেঙ্গা সৈকতের ২ শতাধিক দোকান

বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৪:৩৪ পূর্বাহ্ণ

এক ঘণ্টার ঝড়ো হাওয়ায় পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক ভাসমান দোকান লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত হঠাৎ দমকা ঝড়ো হাওয়া বয়ে গেছে পতেঙ্গা সমুদ্র তীরসহ আশপাশের এলাকা। এদিকে বৃষ্টিতে গতকাল সকালে নগরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

রমজানের এই সময়ে বেশিরভাগ মানুষ ঘুমে থাকার কারণে ঝড়ো হাওয়া অনেকেই আঁচ করতে পারেনি। এ সময় পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে ভাসমান হকারদের ২শ থেকে ২১০টি দোকান লণ্ডভণ্ড হয়ে যায় বলে জানান পতেঙ্গা সমুদ্র সৈকত হকার সমিতির সহসভাপতি মো. তাজুল ইসলাম। তিনি আজাদীকে বলেন, আমাদের হকারদের প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। প্রায় দোকানের ছাউনি উড়ে গেছে। অনেক দোকান বাতাসের বেগে পড়ে গেছে। এই সময়ে আমাদের দোকানগুলো বন্ধ ছিল। দোকানের মালামালের ক্ষতি হয়েছে।

বৃষ্টিতে জলাবদ্ধতা : গতকাল সকালে নগরজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেলা ২টার সময়ও কিছু এলাকার রাস্তা ও অলিগলিতে পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে নগরীর চকবাজার, বাদুড়তলা, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। একই অবস্থা সৃষ্টি হয়েছিল মুরাদপুর এলাকায়।

আবহাওয়া অফিস জানায়, আজ রোববার সন্ধা পর্যন্ত দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসের দিক ও গতিবেগ দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০১৫ কিলোমিটার বেগে, যা অস্থায়ীভাবে দমকায় ৪০৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সংস্থাটি জানায়, চট্টগ্রামে গতকাল বিকাল তিনটা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সন্ধা পর্যন্ত চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই। তবে চট্টগ্রাম নদী বন্দরের জন্য ১ নম্বর সতর্কতা সংকেত দেখিতে যেতে বলা হয়েছে। পতেঙ্গা প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ বলেন, রোববারও (আজ) চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।