ঝোপে মিলল থানা থেকে লুট হওয়া ৬ অস্ত্র ও গুলি

আজাদী প্রতিবেদন

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৪৮ পূর্বাহ্ণ

থানা থেকে লুট হওয়া ৬টি আগ্নেয়াস্ত্রসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব৭ চট্টগ্রামের একটি দল। অভিযানে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। গত রোববার রাত ৯টার দিকে চন্দনাইশ উপজেলার দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ার টেক বাংলাবাজার রোড এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফউলআলম জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ছাড়াও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। রোববার গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশের দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ার টেক বাংলাবাজার রোডের পাশে ঝোপে একটি বস্তা পাওয়া যায়। ওই বস্তার ভেতর থেকে বাটবিহীন চায়না রাইফেল ১টি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল ১টি, কাঠের বাটযুক্ত এয়ারগান ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গুলি চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক প্রবীণ দিবস আজ
পরবর্তী নিবন্ধসরকারকে পরামর্শ দিতে উচ্চ ক্ষমতার কমিটি