ঝুট ব্যবসার আধিপত্য নিয়ে সাগারিকায় গার্মেন্টসে হামলা, ৪ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩৩ পূর্বাহ্ণ

পাহাড়তলী সাগরিকা শিল্পাঞ্চলে স্থানীয় দুই গ্রুপের ঝুট ব্যবসা দখল নিয়ে এক গার্মেন্টসে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দফায় দফায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযান চালিয়ে পাহাড়তলী থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ছাত্রদলের এক নেতা জানান, সোমবার বেলা ১২টা থেকে দুই ঘন্টা পর্যন্ত কারখানাটিতে হামলা চালায় তারা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আজাদ আজাদীকে বলেন, গার্মেন্টসে হামলার ঘটনায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরক্তদান শুধু মানবিক কাজ নয়, ইবাদতও
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই