চকরিয়ায় মাতামুহুরী নদীতে উজান থেকে পাহাড়ি ঢলের পানি কখন নামবে সেই অপেক্ষায় থাকেন একদল লোক। ঢলের পানির সাথে ভেসে আসে লাকড়ি। জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য সেই লাকড়ি সংগ্রহে নেমে পড়েন তারা।
এ কাজটা খুবই বিপজ্জনক। কিন্তু তাদের কাছে যেন খুবই তুচ্ছ একটা ব্যাপার। এবারের বন্যার শুরুতে গত সোমবারও লক্ষ্যারচর ইউনিয়নের শাহ আলম নামের এক যুবক তীব্র স্রোতে নদীতে ভেসে যায়। কয়েকঘণ্টা পর অন্য ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরও থামানো যায়নি কাউকে।
পৌরশহরের চিরিঙ্গায় নবনির্মিত ৬ লেনের মাতামুহুরী সেতুর মাঝখানের কয়েকফুট খোলা অংশে উপরিভাগে আড়াআড়ি গাছের সঙ্গে রশি বেঁধে সেতুর নিচ থেকে লাকড়ি সংগ্রহ করতে দেখা যায়।
আর সেই দৃশ্য দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। ছবির এই দৃশ্যটি গত মঙ্গলবার ধারণকৃত।
ছবি ও প্রতিবেদন– ছোটন কান্তি নাথ।