ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে জেলা প্রশাসনের মাইকিং

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম জেলাজুড়ে পাহাড় ধসের আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় জেলার পাহাড়, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গত বুধবার বিকাল থেকে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশংকা রয়েছে। আপনারা নিরাপদ জায়গায় অবস্থান করুন। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজাদীকে বলেন, কয়েকদিন ধরে চট্টগ্রামে আবহাওয়া খারাপ। ভারী বৃষ্টিপাত হচ্ছে। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরে যেতে আমরা মাইকিং করছি। বিশেষ করে নগরীর আকবরশাহ’র ঝিল, ঝিল, ঝিল, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় মাইকিং করা হচ্ছে। নিরাপদে সরে যেতে বলা হচ্ছে। ভারী বৃষ্টিপাত মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখন যেটি করা প্রয়োজন আমরা সেটি করব।

পূর্ববর্তী নিবন্ধ‘চিরঞ্জীব মুজিব’ শীর্ষক কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল সভা
পরবর্তী নিবন্ধরাউজানে শোহাদায়ে কারবালা মাহফিল