ঝিঙে ফুলের কবি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রোজ রোজই তো ভোরের কুসুমবাগে

দোর খুলে সে জাগে সবার আগে

অরুণবাগের আলোয় মাখামাখি

সকালবেলার পাখির ডাকাডাকি।

দেখতে পেয়ে পেয়ারা গাছের ফাঁকে

কাঠবিড়ালি হোৎকা পেটুকটাকে।

খোকার খুশির সঙ্গে মেতে থাকা

শিশু যাদুকরএর ছবি আঁকা।

উট মুখো সে শুটকো কাসিমগুলো

তাড়িয়ে দেয় উড়িয়ে ভয়ের তুলো।

দুষ্টুমিতে দুষ্টু খোকার মুখ

চড়ুই পাখির ছানার মনে সুখ।

খাঁদু দাদুর নাক চ্যাপটাভাঙা

ঝিঙে ফুলএর রঙচটা মন রাঙা।

মাএর ভালোবাসায় হয়ে ব্রত

হব গাঁয়ের রাখাল ছেলের মতো।

পূর্ববর্তী নিবন্ধফেউ তাড়ানো
পরবর্তী নিবন্ধনজরুল ও ঝিঙে ফুল