থেমে যাবার পর মনে হলো–
চলাটা কত মুখরিত ছিল!
ঝাপসা ঘোর লাগা চোখে
এখন মনে হচ্ছে–
মৃত্যুর জন্যই জন্ম।
একটা বড় শূন্য প্রাপ্তির জন্য
আজীবন পূর্ণতা অর্জনের যুদ্ধ!
প্রিয়,
এই শূন্যেই শেষ হবে
তোমার প্রেমের পূর্ণতা….।
সুতপা চক্রবর্তী | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ