ঝপাং ঝপাং ঝাঁপ

সুশান্ত কুমার দে | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ঝপাং ঝপাং ঝাঁপকে দিয়েছে লাফ

সোনা ব্যাঙ লম্বা ঠ্যাং,দেয় দৌড়ঝাঁপ,

গঙ্গা ফড়িং, তিড়িং বিড়িং, ভয়ে কাঁপ

ধাতিং ধাতিং নাড়ে শিং,হরিণীর বাপ।

 

কালা ভূত,ধলা ভূত বাজায় কি ঢোল

ভূতের পূত পাঠায় দূতহয় গণ্ডগোল?

শাকচুন্নী দেবে ঘূর্ণী,সোনা ব্যাঙের ধর

ছুটল ব্যাঙ, ঢ্যাং ঢ্যাং, বুকে দিয়ে ভর।

 

ফড়িং ছোটে,ব্যাঙ ছোটে, ছুটেছে ভূত

সবাই ছোটে ,খাবার লোটে কি অদ্ভুত!

পাখি ডাকে, ফড়িং টাকে আয়রে ভাই

সবাই ডাকে,বিপদ কে মমত্ববোধ নাই!

পূর্ববর্তী নিবন্ধরংধনু
পরবর্তী নিবন্ধলালনীল পরী