ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

নগরীতে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে মো. মামুন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাত পৌনে ৯টার দিকে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার আকমল আলী রোডের মতন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন ওই এলাকার মো. জামালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম আজাদীকে বলেন, আমরা লিখিত কোন অভিযোগ পাইনি। তবে ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মামুনের জেঠাতো বোনের সাথে স্বামী হাসানের বিচ্ছেদ হয় বেশ কবছর আগে। গতকাল হঠাৎ হাসান তার তালাক দেয়া স্ত্রীর কাছে আসে। এ সময় স্বামী-স্ত্রী (তালাক দেয়া) দুজনের মাঝে ঝগড়া হয়। ঝগড়া থামাতে গেলে এক পর্যায়ে ছুরিকাহত হন চাচাতো ভাই মামুন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে।
অভিযোগ না পেলেও এ ঘটনার তদন্ত চলছে জানিয়ে ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন, আমরা ঘটনার তদন্ত করছি। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধতদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নসহ ৫ দফা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাকের পর বসানো হয়েছে রিং