জয় বাংলা শিল্পী গোষ্ঠীর সভা

| রবিবার , ৩০ জানুয়ারি, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে গত ২৮ জানুয়ারি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নোবেল জয়ী মাদার তেরেসাকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ও আলোচনা সভা সজল দাশের সঞ্চালনায় ও প্রভাষক ডা. চয়ন চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক নেতা মো. নুরুচ্ছাপা। উদ্বোধক ছিলেন শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন খেলাঘর মহানগরীর সহ-সভাপতি কবি আশীষ সেন। বক্তব্য রাখেন সুজিত দাশ অপু, শিক্ষক দুলাল বড়ুয়া, কে.এম মোফাজ্জল হায়দার, কাজল দত্ত, অশেষ দাশগুপ্ত, আসিফ ইকবাল, অচিন্ত্য কুমার দাশ, দিলীপ সেনগুপ্ত, সুজিত চৌধুরী মিন্টু, নিলয় দে। স্বাগত বক্তব্য রাখেন সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণ দাশ। বক্তারা বলেন মাদার তেরেসা সারাটা জীবন মানবসেবায় কাজ করেছেন। তার স্বীয় কাজের জন্য তিনি পৃথিবীর সকল মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিনে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধঅনুপম সংঘের সুরক্ষা সামগ্রী বিতরণ