জয় বাংলা শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের সভা

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

জয় বাংলা শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে গত ৩ জুন কদম মোবারক বালক বালিকা বিদ্যালয়ে রবীন্দ্রনজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সজল দাশের সঞ্চালনায় ও নুরুচ্ছাফা মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উদ্বোধক ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টি জেএসপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। মুখ্য আলোচক ছিলেন খেলাঘর মহানগরীর সহ সভাপতি কবি আশীষ সেন। প্রধান আলোচক ছিলেন কিরণ শর্ম্মা। বক্তব্য রাখেন রাখাল চন্দ্র ঘোষ, স্বপন সেন, অচিন্ত্য কুমার দাশ, মনজুর আলম, নারায়ণ দাশ, কানুরাম দে, নিলয় দে, রোকন উদ্দিন আহমদ, দিলীপ সেন গুপ্ত, সুপ্রিয়া মন্ডল প্রিয়াংকা, আবদুল্লাহ, মো. জাফর আলম প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিশ্ব সাহিত্য অঙ্গনের প্রাণপুরুষ। তারা তাদের লেখনীর মাধ্যমে বিশ্ব সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করে গেছেন। সভায় এক প্রস্তাবে সংগঠনের পক্ষ থেকে সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমিন এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।