জয় দিয়ে শুরু বাকলিয়ার

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ নভেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগ জয় দিয়ে শুরু করেছে বাকলিয়া একাদশ। গতকাল রোববার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের এ খেলায় বাকলিয়া একাদশ ৩-২ গোলে ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। খেলার সবগুলো গোলই হয় খেলার প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোন গোল হয়নি। খেলার শুরুতেই গোল পায় বাকলিয়া। দ্বিতীয় মিনিটে রিয়াল রাহুল ফিরিঙ্গীবাজারের জালে বল জড়িয়ে বাকলিয়াকে ১-০ গোলে এগিয়ে নেন। দু’দলের আক্রমন পাল্টা আক্রমনের খেলায় ১৭ মিনিটে বাকলিয়া ব্যবধান দ্বিগুন করে। ডান প্রান্ত থেকে রুবায়েদ হোসেনের ক্রসে হেড করে বল জালে জড়ান জাহাঙ্গীর আলম(২-০)। এ গোলের পর ফিরিঙ্গীবাজার লাকী স্টারও পিছিয়ে থাকেনি। তারাও সমান তালে আক্রমনে উঠে আসে। এর ফলে ৩২ মিনিটে গোল পেতে সমর্থ হয় তারা। আয়ুব আলী ১টি গোল পরিশোধ করে দেন (১-২)। দু’মিনিট বাদে আরো একটি গোল করে খেলায় সমতা আনে ফিরিঙ্গীবাজার লাকী স্টার। জটলার মধ্যে বল পেয়ে হেড করে বল জালে দেন জাহিদুল ইসলাম (২-২)। এ সময় আক্রমন পাল্টা আক্রমণে খেলা জমে উঠে। প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে ফ্রি কিক পায় বাকলিয়া একাদশ। তা থেকে প্রহৃলা চিং বুবু গোল করে দিলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাকলিয়া একাদশ। এই স্কোর লাইনেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধেও উভয় দল প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তোলে। আক্রমন প্রতি আক্রমনে মেতে উঠে। কিন্তু গোল আর কেউ দিতে পারেনি। ২১ মিনিটে একটি নিশ্চিত গোল মিস করে ফিরিঙ্গীবাজার লাকী স্টার। ইফতেখার রিফাতের শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। এরপর আরো কিছু গোলের সুযোগ পেলেও এই অর্ধে দু’দলের কেউ তা কাজে লাগাতে পারেনি।
ফলে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে বাড়ি ফেরে বাকলিয়া একাদশ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাকলিয়া একাদশের জাহাঙ্গীর আলম। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর কুতুব উদ্দিন চৌধুরী।
আজ প্রথম বিভাগ ফুটবল লিগের কোন খেলা নেই।
প্রিমিয়ার ফুটবল লিগে আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় অংশ নেবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং মাদারবাড়ী উদয়ন সংঘ।
বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম জেলা পুলিশ পরস্পরের মোকাবেলা করবে। এ খেলা বিকাল ৫.৩০টায় শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৬.৫৫ কোটি টাকা