জয় দিয়ে লিগ শুরু করা সিটি কর্পোরেশন একাদশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে বসেছিল। তবে তৃতীয় ম্যাচে এসে আবার জয়ের ধারায় ফিরল অফিস দলটি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৩-২ গোলে হারিয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘকে। শুরু থেকেই দারুণ গতিতে শুরু করা সিটি কর্পোরেশন একাদশ এগিয়ে যায় ৪ মিনিটে। দারুন এক গোলে দলকে এগিয়ে দেন জিল্লুর রহমান। পরবর্তীতে একাধিক সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে পারেনি সিটি কর্পোরেশন। প্রথমার্ধের ৪৪ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরায় মাদারবাড়ি উদয়ন সংঘ। দারুণ এক শটে গোল করেন সাকিব। দ্বিতীয়ার্ধে আরো দুর্দান্ত গতিতে খেলতে থাকে সিটি কর্পোরেশন একাদশ। সে সুবাদে দশ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি কর্পোরেশন। খেলার ২৩ মিনিটে কংকন গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। তার দশ মিনিট পর আবার সেই কংকনের গোলে ব্যবধান ৩-১ করে সিটি কর্পোরেশন একাদশ।
অবশ্য পিছিয়ে পড়া মাদার বাড়ি উদয়ন সংঘ ববধান কমায় দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটে। এবার গোল করেন জাতীয় দলের তারকা খেলোয়াড় নাসির। তার গোলে ব্যবধান ৩-২ করলেও ম্যাচের বাকি সময়ে আর গোল করতে পারেনি উদয়ন সংঘ। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিটি কর্পোরেশন একাদশের মোঃ জিল্লুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহি সদস্য আবুল হাশেম।