জ্বালানি তেলের দাম বৃদ্ধির জ্বালায় জ্বলবে জনগণ

মোহাম্মদ ইউসুফ | রবিবার , ২১ নভেম্বর, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ডিজেল ও জ্বালানির দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দাম যত শতাংশ বাড়ানো হয়েছে- তার চেয়ে কয়েকগুণ বাড়বে জীবনযাত্রার ব্যয়। বেড়ে যাবে উৎপাদন ও পণ্যপরিবহন ব্যয়। দাম বাড়ার ফলে মুদ্রাস্ফীতি হবে; পরিবহন, কৃষিসহ সবক্ষেত্রে খরচ রেড়ে যাবে। করোনাকালের এ দুঃসময়ে নিম্নআয়ের মানুষেরা খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে। জিনিসপত্রের দাম বাড়া মানে সাধারণ মানুষের কপাল পোড়া। জনগণের ‘পকেট কেটে’ অন্যদের ব্যাংক ব্যালান্স ও পকেট স্ফীত করা।
অন্যদিকে এ সুযোগটি কাজে লাগাবে মুনাফাখোর মজুতদার ব্যবসায়ীরা। ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে সরকারের দায়িত্ব শেষ নয়। দামবাড়ার যে বিরূপ প্রক্রিয়া জনজীবনে পড়তে শুরু করেছে, তা-ও দেখার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রালয়ের। এখন যা করতে হবে, তা হলো- দারিদ্র্যসীমার নিচে ও কাছাকাছি যারা আছে, তাদের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সহযোগিতা করতে হবে। নিয়মিত বাজার তদারকি করতে হবে, যাতে কেউ কারসাজি করতে না পারে।

পূর্ববর্তী নিবন্ধআত্ম অহংকার তার সকল প্রতিভা ও অর্জনকে কলুষিত করে
পরবর্তী নিবন্ধ‘সমপ্রীতি’ : অন্তরে বাইরে