জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে খবর প্রকাশ করা সংযুক্ত আরব আমিরাতে একটি পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল আজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।
প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের কঠোর প্রেস আইন থাকার পরও দুবাইয়ের আল রোয়া সংবাদপত্রে জ্বালানির উচ্চ মূল্যের প্রতিবেদনটিকে নিরাপদ বলেই মনে করা হয়েছিল। এই প্রতিবেদনটি প্রকাশের কয়েকদিনের মধ্যে সম্পাদকসহ পত্রিকার উচ্চপদস্থ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সঙ্গে কয়েক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি পত্রিকাটি ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে।












