জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ জীবন গঠন করতে হবে

ফরহাদাবাদে কর্মী সম্মেলনে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ জীবন গঠন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। শুক্রবার নাজিরহাটের হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক খোরশেদুল আলম এনামের সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মু. জহুরুল ইসলাম মঞ্জুরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আলাউদ্দিন সিকদার, . আবদুল হামিদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, মানবজীবনের এমন কোনো দিক নেই, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্পর্শ করেনি। এমন কোনো অনুভূতি নেই, যা তিনি অনুভব করেননি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হাউজিং সোসাইটিতে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান