চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তুলতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন; সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমাদের বীর সন্তানেরা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের সামনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে চান্দগাঁও থানাধীন মোহরা ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস মিয়া, মহানগর বিএনপির সদস্য জাফর আহমদ, সিহাব উদ্দিন আলম, জাফর আহমদ, মো. আজম, আশ্রাফুল ইসলাম, মো. ইউসুফসহ ৫নং ওয়ার্ড ছাত্রদল, যুবদল, কৃষকদলের নেতৃবৃন্দ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।