জোয়ারের পানিতে রাউজানের নিম্নাঞ্চল প্লাবিত

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৬ জুলাই, ২০২২ at ৭:০২ পূর্বাহ্ণ

পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বেড়ে দক্ষিণ রাউজানের কয়েকটি ইউনিয়নে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হালদা নদীর পাড়ে অবস্থিত উরকিরচর ও নোয়াপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে প্লাবিত হয়েছে। রাস্তায় হাঁটু পানি।
উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের আবু কাসেম হিরু জানান, জোয়ারের পানিতে তাদের গ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একই অবস্থার কথা জানিয়েছেন নোয়াপাড়া ইউনিয়নের পলোয়ানপাড়ার মোহাম্মদ রফিক।
খবর নিয়ে জানা যায়, হালদা পাড়ের ইউনিয়ন পশ্চিম গুজরা, বিনাজুরী, রাউজান পৌর এলাকার গহিরা, মোবারকখীল এলাকায় কিছু কিছু রাস্তা পানিতে ডুবে গেছে। স্থানীয়রা জানিয়েছেন ভাটার টান পড়লে রাস্তা থেকে পানি নেমে যায়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের হাট-বাজারে পুষ্টি সমৃদ্ধ পাহাড়ি লটকন
পরবর্তী নিবন্ধরায়জোয়ারা জাগ্রত তরুণ একতা সংঘের অভিষেক ও সংবর্ধনা