জোরারগঞ্জ বাজারে এবার জামায়াতের পাল্টা শোডাউন

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

মীরসাইয়ের জোরারগঞ্জ বাজারে ঠিকাদারি ব্যবসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের সংঘর্ষের ঘটনায় এবার জামায়াত পাল্টা শোডাউন দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে এই শোডাউন দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

জানা গেছে, জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা, কার্যালয়ে তালা দেওয়াসহ নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে পাল্টা এ শোডাউন দেন জামায়াতের নেতাকর্মীরা। শোডাউনে প্রায় ২০০ জন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শোডাউনে নেতৃত্ব দেন জামাল উদ্দিন (প্রকাশ শিবির জামাল), উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন আমীর মোক্তার আহমদ, জোরারগঞ্জ বাজার শাখার সভাপতি মো. ইউছুফ। শোডাউনের বিষয়ে জামাল উদ্দিন জানান, বিএনপির সন্ত্রাসীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ জামায়াতের কার্যালয়ে তালা দিয়েছে। এই জন্য জামায়াত ইসলামীর নেতাকর্মীরা কঠিনভাবে বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত করতে প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব বান্দরবানের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে প্রায় পাঁচ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন