জোরারগঞ্জে পিকআপ ভর্তি সাড়ে তিন টন চিনি জব্দ

অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে : পুলিশ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে একটি পিকআপ থেকে সাড়ে তিন টন চিনি জব্দ করা হয়েছে। যেগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে বলে পুলিশের ভাষ্য। গতকাল শুক্রবার সকালে জোরারগঞ্জ থানার করের হাট এলাকা থেকে চিনি বোঝাই পিকআপটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনপিকআপ চালক আব্দুল হালিম ওরফে সোহাগ (৩৩) ও ইকবাল হোসেন ওরফে সুমন (৩২)

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে সকালে করের হাট বাজারে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি ৭০ বস্তা চিনি জব্দ করে। প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট সাড়ে তিন টন (তিন হাজার ৫০০ কেজি) চিনি ছিল সেখানে। চিনিগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। চিনির ওই চালান যারা এনেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে এক প্রজন্মের শিশু : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধসমালোচনা হলেও নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে