প্রভুপাদ শ্রীল আদিত্য মোহন ব্রজবাসী মনি মহারাজ প্রতিষ্ঠিত শ্রীগুরু ব্রজবাসী সংঘ- বাংলাদেশ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উদ্যোগে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর জে এম সেন হল প্রাঙ্গনে দুইদিন ব্যাপী রাধাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করবেন বৈষ্ণব আচার্য শ্রীল অমিয়তোষ মনি ব্রজবাসী মনি মহারাজ। সন্ধ্যে ৭.৩০ টায় রাধাষ্টমীর অধিবাস ও কীর্তন। ৪ সেপ্টেম্বর সকাল ৮টায় মঙ্গলারতি ও কীর্তন, ৯ টায় রাধারাণীর সহশ্র নাম পাঠ, ১০ টায় অভিষেক ও পুজা, ১২ টায় পুষ্পাঞ্জলি, বেলা ২ টায় সতীর্থ সম্মেলন, বিকেল ৪ টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যে ৭ টায় ধর্মসভা। তাছাড়া প্রতিদিন বিকেল ৫ টায় শ্রীমদ্ভাগবত পাঠ। ভাগবতীয় রসতত্ত্ব আস্বাদন করাবেন শ্রীল অমিয়তোষ মনি ব্রজবাসী মহারাজ। অনুষ্ঠানমালায় অংশ নেয়ার জন্য শ্রীগুরু ব্রজবাসী সংঘ- বাংলাদেশের সভাপতি প্রকৌশলী শেখর কান্তি সাহা ও সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা ভক্তদের অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












