পদ্মা ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৮৮ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় খাতুনগঞ্জের জেসিকা ট্রেড ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের হোটেল রামাদার এমডি জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহিকে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা জানিয়ে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, ব্যাংকের পক্ষে দাখিলীয় দরখাস্তের প্রেক্ষিতে বিচারক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দেওয়ানী আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতসূত্র জানায়, ২০২০ সালে পদ্মা ব্যাংকের পক্ষ থেকে ৮৮ কোটি টাকা আদায়ের লক্ষে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটডে এর এমডি জসিম উদ্দিন আহমেদ ও তার স্ত্রী তানজিনা সুলতানা জুহির বিরুদ্ধে অর্থঋণ মামলাটি দায়ের করেন।