জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১২:০৭ অপরাহ্ণ

ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার জন্য আবার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ক্রেমলিন পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠকের প্রস্তাবটিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে ধারণা পাওয়া যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এরপর সোমবার হোয়াইট হাউজে তিনি সাত ইউরোপীয় নেতা ও জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। এই দুই বৈঠকের পর ট্রাম্প পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি একটি বৈঠকের আয়োজন করার তোড়জোড় শুরু করেছেন। বিবিসি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাত সমাধান করা একটি কঠিন বিষয় বলে স্বীকার করেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই সংঘাত শেষ করতে আগ্রহী নাও হতে পারেন বলে মেনে নিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।

মঙ্গলবার তিনি বলেছেন, আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিষয়টি জানতে পারব। এমনও হতে পারে যে তিনি কোনো চুক্তি করতে চান না। তেমনটি হলে পুতিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধনজিরবিহীন বৃষ্টিতে স্থবির করাচি, ৬ মৃত্যু
পরবর্তী নিবন্ধদিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর হামলা