চট্টগ্রাম জেলা পর্যায়ে পঞ্চাশতম শীতকালীন আসরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা গতকাল শনিবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে শেষ হয়েছে। প্রতিযোগিতায় রাউজান উপজেলার মধ্যম আঁধারমানিক স্কুল, গশ্চি হাই স্কুল, মুহামনি এ্যাংলো পালি স্কুল, পটিয়া এস আলম স্কুল, নগরীর মধ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, নৌবাহিনী স্কুল ও বন্দর কর্তৃপক্ষ স্কুলের প্রতিযোগিরা বেশ সাফল্য দেখায়। এছাড়া নৌবাহিনী স্কুলের ছাত্র সাইফ উল মুজনবীন, আনোয়ারা উপজেলার সিইউএফএল স্কুলের ছাত্র জাহিদ হাসান, রাউজান উপজেলার মধ্যম আঁধারমানিক স্কুলের ছাত্রী তাসমিন সুলতানা সেরা প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়ে বিশেষভাবে পুরস্কৃত হয়।
ইভেন্ট শেষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইটি) আবু রায়হান দোলন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক হাসমত জাহান, নাসিরাবাদ সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউল হায়দার হেনরি, ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক শাহেদা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।