জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বিজয়ের মাসে গান, নাচ, আবৃত্তি নিয়ে মাসব্যাপী সৃষ্টি সুখের উল্লাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মালার আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায়– ‘ঐ ধূমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী কমিশনার ( ভূমি)। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন এবং আলোচক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জুনায়েদুল ইসলাম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে একক পরিবেশনায় ছিলেন ফাহমিদা রহমান, ইকবাল হায়দার, ফরিদ বঙ্গবাসী, নুসরাত জাহান রিনি, কৌশিক দত্ত। শিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার এবং নৃত্য শিল্পী স্বপন দাশের পরিচালনায় ঘুঙঘুর নৃত্যকলা কেন্দ্র এবং প্রাপন একাডেমি। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তি শিল্পী সাবের শাহ ও শুভ্রা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরে শাকিবের ধামাকা, বরবাদের পোস্টার প্রকাশ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৫.৪০ কোটি টাকা