চট্টগ্রাম জেলার প্রায় ৮০টি প্রতিষ্ঠানের ৫৫০ জন রোভার স্কাউটদের নিয়ে গত ২৬ জুলাই বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করা হয় চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান, সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন জুলাই শহীদ ফয়সাল আহমেদ শান্তের মা কহিনুর আক্তার, শহীদ তানভীর সিদ্দিকীর বড় ভাই খোরশেদ আলম।
টেলিফোন বার্তায় বিশেষ অতিথির বক্তব্যে প্রদান করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সম্পাদক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা রোভারের সহ–সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন। বক্তব্য রাখেন সহ–সভাপতি মো. রুহুল আমিন খান, আঞ্চলিক উপ কমিশনার ( প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এস, এম, হাবিব উল্লাহ হিরু, কোষাধ্যক্ষ মোহাম্মদ খালেদুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠার সঞ্চালনা করেন জেলা রোভারের সম্পাদক এ.জেড. এম. বোরহান উদ্দিন। এতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের দ্রুত সুস্থতা এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সেলিম জাহাঙ্গীর।
দিনব্যাপী প্রোগ্রামে ছিল গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, জুলাই অভ্যুত্থানের স্মৃতি নিয়ে চিঠি লেখা প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, র্যালি ও শহীদ পরিবারকে সম্মাননা প্রদান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর মোহাম্মদ আবুল হাসেম চৌধুরী, উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিডার ট্রেনার এস এম আফজর রহমান, সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন, আবদুল হান্নান সিকদার, যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ফরিদুল আলম, শামসুল হক, সহযোজিত সদস্য বি ইউ এম এমরান চৌধুরী, মো. জাহিদুল ইসলাম, পিআরএস তনয় রুদ্র, সৈয়দ মো. আসিফ মাহমুদ প্রমুখ।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে সেবাদানকারী রোভার স্কাউটদের সনদ বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।