জেলা রোভার স্কাউটসের কোর্স ফর রোভার মেট সম্পন্ন

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আয়োজনে ১ মে থেকে অনুষ্ঠিত হয়েছে ৩২তম এবং ৩৩তম কোর্স ফর রোভার মেট। গত ৩ মে কোর্সের মহা তাঁবুজলসা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও জেলা রোভার কমিশনার প্রফেসর মো.ফজলুল কাদের চৌধুরী। প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. . কে.এম সামছু উদ্দিন আজাদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ। বিশেষ স্কাউট ব্যক্তিত্ব ছিলেন জেলা রোভারের সম্পাদক এ. জেড.এম বোরহান উদ্দীন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের সহসভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান।

উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ, নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী মহসিন, লিডার ট্রেনার এস,এম, আফজর রহমান, সহকারী লিডার ট্রেনার মো. গিয়াসুদ্দীন, জেলা রোভারের সহকারী কমিশনার ড. মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইকবাল হোসেন, মো, জামাল উদ্দীন হায়দার, আবদুল হান্নান সিকদার, রাশেদা আকতার,মোহাম্মদ খালেদুর রহমান, মো. আবু সালেহ, এস,এম, হাবিব উল্লাহ, শামসুল হক, ফরিদুল আলম, বি ইউ এম এমরান চৌধুরী, মো. ইমরান হোসাইন, মো. জসিম উদ্দিন, তাওহিদুল ইসলাম, মারুফ ইসলাম সাজ্জাদ, আবু নাঈম প্রমুখ। উক্ত কোর্স ফর রোভার মেটে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১০০জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক
পরবর্তী নিবন্ধমর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে