বাংলাদেশ যুব ঐক্য পরিষদ উত্তর জেলা শাখার ত্রি–বার্ষিক সম্মেলন গতকাল নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় চেরাগী চত্বরে সম্মেলনের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি রবাট নিক্সন ঘোষ। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পাতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাহুল বড়ুয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রিমন কান্তি মুহুরীর সভাপতিত্বে ও সুপায়ন সুশীল এবং সদস্য সচিব অমিতাভ দাশ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন– বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল, সহ–সভাপতি সুবল ঘোষ, শিমুল সাহা, আশীষ সরকার, অ্যাড. রুবেল পাল, অ্যাড. জনি দে, বিপ্লব দাশ, অভিজিত তালুকদার বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে মীরসরাই, সীতাকুন্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা হতে ঐক্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।