জেলা-বিভাগে কাজ না করলে ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই : তামিম

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৪৬ পূর্বাহ্ণ

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দল থেকে অবসর নেওয়া তামিম ইকবাল। মঞ্চে থেকে তিনি কথাও বলেছেন। তামিম তার নিজের অনুভবটাই প্রকাশ করেছেন। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনারের উপলব্ধি, বিভিন্ন সময় যেসব সংগঠক জেলা ও বিভাগ থেকে বোর্ডে এসেছেন, তারা বিসিবি পরিচালক হওয়ার পর আর নিজ জেলা ও বিভাগের ক্রিকেটের খবর রাখেননি। তার মতে, যে কেউ নিজের জেলা বা বিভাগীয় ক্রিকেটের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ, তার বোর্ডে আসা উচিত নয়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির এক আলোচনা অনুষ্ঠানে তামিম বলেন, ‘আমার অনুরোধ থাকবে ক্রিকেট বোঝেন, এমন লোককেই কাউন্সিলর করা হোক। যাদের স্বপ্ন আছে জেলার ক্রিকেট, দেশের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার। তারা যেন বোর্ডের দায়িত্বে আসেন।’

বোর্ডে এসে নিজের জেলা ভুলে যাওয়া ঠিক নয়’। তামিম অতীতে দেখা বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘অনেক সময় দেখা যায় কেউ জেলা বা বিভাগ থেকে বিসিবিতে আসেন, তারপর পরিচালক হন। কিন্তু পরে নিজ জেলা বা অঞ্চলের কথা ভুলে যান। এটা মোটেও কাম্য নয়। বরং নেতৃত্ব মানেই হচ্ছে নিজের ঘরের উন্নয়নে অবদান রাখা।’ আঞ্চলিক ক্রিকেট কাঠামোর দুর্বলতার কথাও অকপটে বলেন দেশসেরা এই ওপেনার। ‘কয়েকদিন আগে বরিশালে গিয়েছিলাম। দেখলাম, সেখানেও ভালো মানের একটি লিগ পর্যন্ত হয় না। অথচ আমরা বলি, ক্রিকেট আমাদের সবচেয়ে বড় খেলা!’ তিনি মনে করেন, শীর্ষ নেতৃত্বে আসার আগে স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো জরুরি। ঘরোয়া উন্নয়ন ছাড়া বোর্ডে দায়িত্ব পালন অযৌক্তিক মনে করেন এই দেশ সেরা ওপেনার। তামিম ইকবালের ভাষায়, ‘ক্রিকেট যদি দেশের সবচেয়ে বড় খেলা হয়, তাহলে নিজের জেলা বা বিভাগের ক্রিকেট উন্নত না করে বোর্ডে আসার কোনও প্রয়োজন নেই। আগে ঘরের কাজ ঠিক করতে হবে, তারপর জাতীয় দায়িত্ব নিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধআবদুস সোবহান ফুটবল দল ও শোভনীয়া সেমিফাইনালে
পরবর্তী নিবন্ধএডহক কমিটিতে চট্টগ্রামের চার তরুণ