বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ৬ মার্চ হতে অনূর্ধ্ব–১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। উক্ত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম জেলা দল গঠন করার লক্ষ্যে চট্টগ্রাম জেলার অনূর্ধ্ব–১৮ বাস্কেটবল খেলোয়াড়দের বাছাই কার্যক্রম গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকালে পাথরঘাটাস্থ সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বাছাই কার্যক্রম শেষে চট্টগ্রাম জেলা দলের জন্য খেলোয়াড় নির্বাচিত করা হয়। খেলোয়াড়রা হলেন: আবরার খাঁ, ফাহিমুল ইফতি, কাফি আহমেদ, অনুরাগ দাশ, সিফাত খান, স্বপ্নীল, ইনান, আহনাফ মোহাম্মদ খান, জায়ান শেখ, জারিফুজ্জামান। অনুশীলনের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।