জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন বিনা বাধায় সব প্রার্থী নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাচন নিয়ে গতকাল পর্যন্ত যে খানিকটা উত্তেজনা ছিল সেটা শেষ হয়ে গেছে। আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় এস এম শহীদুল ইসলাম সভাপতি, নজরুল ইসলাম লেদু এবং মোহাম্মদ শাহজাহান সহ সভাপতি এবং দিদারুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়ে গিয়েছিল। বাকি ছিল সদস্য পদের নয় জন। কারণ সেখানে প্রার্থী ছিল ১৫ জন। অবশেষে গতকাল সে নয় জন নির্বাহী সদস্যও নিশ্চিত হয়ে গেছে। ফলে জেলা ফুটবল এসোসিয়েশনে আর নির্বাচন হচ্ছেনা বিনা প্রতিদ্বন্ধিত সবাই নির্বাচিত হয়ে যাচ্ছেন। আগের দিন সভাপতি, দুই সহ সভাপতি এবং কোষাধ্যক্ষকে নয়জন নির্বাহী সদস্য বাছাই করার দায়িত্ব দেওয়া হয়েছিল। গতকাল যেহেতু মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল তাই চার জনের ঐ প্যানেল নয়জনকে বাছাই করে ঘোষণা করে। তার আগে ১৫ জন নির্বাহী সদস্য প্রার্থী সবার কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারের ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত যে ছয়জন বাদ পড়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহার হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে। গতকাল নির্বাহী সদস্য পদে যে নয় জনের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন সিজেকেএস এর সাবেক নির্বাহি সদস্য হারুন আল রশিদ, ডিএফএ এর সাবেক নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, ডিএফএ এর সাবেক নির্বাহি সদস্য কাজি জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের প্রতিনিধি সরওয়ার আলম চৌধুরী মনি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি আবু সৈয়দ মাহমুদ, বক্সির হাট ইয়ংম্যান্স ক্লাবের প্রতিনিধি সাইফুল আলম খান, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিনিধি জসিম আহমেদ, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মোঃ রাশেদ এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি জাফর ইকবাল। বাকি যে ছয়জন বাদ পড়েছেন তারা হলেন আলি আকবর, মোহাম্মদ ইসহাক, হেলাল উদ্দিন মো: সাইফুল ইসলাম, জহির উদ্দিন, এম এ মুছা বাবুল এবং মোশারফ হোসেন লিটন। এদের মধ্যে মোহাম্মদ ইসহাক ডিএফএর গত কমিটিতে ছিলেন। গতকাল মনোনয়ণ পত্র প্রত্যাহারের শেষ দিনে ছয় জন বাদ পড়ায় এখন জেলা ফুটবল এসোসিয়েশনের ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন হয়ে গেল। ফলে আগামী ৮ জুন নির্বাচনের যে নির্ধারিত শিড়িউল ছিল সেটা আর হচ্ছেনা। গতকালই একরকম নির্বাচন সম্পন্ন হয়ে গেছে জেলা ফুটবল এসোসিশেয়নের। যারা আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আরো একটি নীরব নির্বাচন সম্পন্ন হয়ে গেছে গতকাল। এখন দেখার বিষয় আগামী চার বছর এস এম শহীদুল ইসলামের নেতৃত্বে কেমন কাজ করতে পারে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন।

পূর্ববর্তী নিবন্ধআরো একটি বিশ্বকাপ খেলার আশা সাকিবের
পরবর্তী নিবন্ধআজ শুরু হচ্ছে মাঠের লাড়াই