প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চট্টগ্রামের উদ্যোগে ১১-১৬ তম গ্রেডের কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা সম্পর্কিত বিধিবিধান ও আইন বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষিকেশ শীলের সঞ্চালনায় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ড. মো. শফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট চট্টগ্রামের সুপারেনটেন্ড রওশন আক্তার জাহান, মো. হাবিবুর রহমান, মো. কফিল উদ্দীন, মামুন কবির, শাহীন আক্তার চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাঠ পর্যায়ের বিভিন্ন অফিস হতে ১১-১৬ তম গ্রেডের প্রায় ৩০ জন কর্মচারী উপস্থিত ছিলেন। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীগণকে অধিকতর আন্তরিকতা ও সততার সাথে সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। এতে প্রশিক্ষণার্থীদের মধ্য হতে বক্তব্য রাখেন সুমন নন্দী ও মনোয়ারা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।