জেলা প্রশাসকের কাছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের স্মারকলিপি প্রদান

| শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৩ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে জেলা প্রশাসকের কাছে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের বসতভিটা উদ্ধার করে আগামী প্রজন্মের জন্য বিপ্লবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর করার জন্য স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাস্টার অঞ্জন কান্তি চৌধুরী, কবি সঞ্চয় কুমার দাশ, মাস্টার অজিত কুমার শীল, সুনিল দাশ, প্রবীর দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, নিখিল ভট্টাচার্য। স্মারকলিপি প্রদানকালে তাৎক্ষণিক পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভৌমিক দুঃখ প্রকাশ করে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে বলেন, জাতীয় বীর বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের বাড়ি ঘর জায়গা জমিগুলো সরকারিভাবে উদ্ধার করা হলেও একই সাথে প্রাণদাকারী বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদারের বাড়িঘর জায়গাজমিগুলো এখনো রক্ষা করা হয়নি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল দক্ষিণ কাট্টলী রানী রাসমণি ঘাটে বারুণী স্নান উৎসব
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের মনে ঈদ আনন্দ নেই