আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনের নামফলকে বাংলা ভাষা ব্যবহারের পাশাপাশি চট্টগ্রামের বধ্যভূমি সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানকে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানরা। বিজয় ৭১-এর সভাপতি সজল চৌধুরী, ভাস্কর চৌধুরী, সরওয়ার আলম মনি, লায়ন ডা. আর কে রুবেল, কাজী রাজেশ ইমরান, আরাফাতুল মান্নান ঝিনুক, জয়নুদ্দীন জয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












